নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের বসতঘরসহ সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমানে ঘর হারানো পরিবারগুলো খোলা আকাশের নিচে বাস করছে।
বুধবার (২ নভেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুরের গোবিন্দেরখিল গ্রামের দীঘির পাড়ের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, রাত আটটার দিকে একটি ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরো ছয়টি ঘর পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তারা সক্ষম না হওয়ায় চৌমুহনী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখতে আসনে বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসদুর ও স্থানীয় আমান উল্যাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম মাহমুদ আরিফ।
এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।