নেচে মাত করল ‘জে’

এক বছরে পা দিল জে ওরফে জাহাঙ্গীর আলি খান। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কারিনা কাপুর খানের কোলে আসে তার দ্বিতীয় সন্তান। সোমবার (২১ ফেব্রুয়ারি) সাইফ আলি খান এবং কারিনার একরত্তির জন্মদিন পালন করল তাদের পরিবার। সময় এগিয়েছে। ৩৬৫ দিন পেরিয়েছে। ছোট্ট জে এখন হাঁটুতে ভর দিয়ে নাচে পারদর্শী।

এদিকে কারিনার ননদ সোহা আলি খান তার ভাতিজার একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, রঙিন মাদুরের উপরে হাঁটুতে ভর দিয়ে নাচ করছে একরত্তি। তার পরে ক্যামেরার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকায় সে। যেন কিছু বলতে চাইল জে।

প্রথম জন্মদিনে ছেলেকে নিয়ে নিজের বাবা রণধীর কাপুরের সঙ্গে দেখা করতে গেলেন কারিনা। সঙ্গে নিয়েছিলেন কারিশমা কাপুরকে। তা ছাড়া সোমবার সকালে দুই ছেলের মজাদার ছবি ও পোস্ট করেছেন কারিনা। হামাগুড়ি দিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তৈমুর-জে। তাছাড়া দ্বিতীয় সন্তানের বয়ানে কারিনা লিখেছেন, ভাই, দাঁড়াও। আমি আজ এক বছরে পা দিয়েছি। গোটা দুনিয়াটা একসঙ্গে দেখি চল। আম্মা অবশ্য আমাদের পিছনে পিছনে আসবেই।

image_pdfimage_print