সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে ফরিদুল হক খান বলেন, ‘যারা এই কুকর্মগুলো (সাম্প্রদায়িক সহিংসতা) করে বেড়ায়, তারা স্বাধীনতাবিরোধী শক্তি, যে শক্তি যখনই কোনো নির্বাচনের সময় ঘনিয়ে আসে, তখনই সোচ্চার হয়ে ওঠে। এক বছর চার মাস পরই জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ব্যাহত করতে, দেশের অগ্রযাত্রার পথ রুদ্ধ করতে, বাংলাদেশের বিরোধী শক্তি সোচ্চার। তাদের প্রতিহত করতে সবাইকে সচেতন থাকতে হবে।’
বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এখনো পুরোপুরি নির্মূল করা যায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনো তারা ভেতরে-ভেতরে আছে। এই শক্তিকে শেষ করতে হলে আরও একটা যুগের প্রয়োজন হবে। এ জন্য প্রয়োজন সবার মধ্যে সম্প্রীতি। এই সম্প্রীতি যদি সবার মধ্যে থাকে, বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলেন, মৌলবাদী বলেন, কেউ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’