Kazi Hayat shooting for the first time in his native place

তারকা পরিচালক কাজী হায়াৎ এরমধ্যে ৫১টি ছবি নির্মাণ করেছেন। বেশির ভাগ ছবিই ব্যবসাসফল, কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও। হায়াতের সবশেষ ছবি ‘বীর’ কয়েকটি শাখায় এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এরমধ্যে কাজী হায়াৎ সরকারি অনুদানের ছবি ‘জয় বাংলা’র প্রথম লটের শুটিং শেষ করেছেন।

অর্ধশত ছবির পরিচালক প্রথমবার নিজের জন্মস্থান গোপালগঞ্জে শুটিং করছেন। গোপালগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে ‘জয় বাংলা’র দ্বিতীয় লটের শুটিং।

kalerkanthoঢাকায় প্রথম লটের শুটিংয়ে তোলা স্থিরচিত্রে ‘জয় বাংলা’ ছবির ইউনিট।

গোপালগঞ্জে শুটিংয়ের অনুভূতির কথা বলতে গিয়ে আবেগী কাজী হায়াৎ বলেন, ‘চোখের সামনে ছোট বেলার হাজার স্মৃতি ভাসছে। যেখানে যেখানে শুটিং করছি সে স্থানগুলো একদম আমার চিরচেনা। নিজের জন্মস্থানে শুটিংয়ের ইচ্ছা আমার দীর্ঘদিনের। আগেও কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনা করেছিলাম এখানে, শেষ পর্যন্ত কোনোটিরই হয়নি। এবার আমার আশা পূর্ণ হলো। ’

‘জয় বাংলা’ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী হায়াৎ। ছবিটি সম্পর্কে বলেন, ‘আমি সব সময় নিজের ছবিতে দেশ ও জাতির নিপীড়নের কথা তুলে ধরেছি। প্রতিটি ছবিতেই যুবকদের সত্যের পথ দেখিয়েছি। এ ছবিটিও তার ব্যতিক্রম নয়। আমি মন দিয়ে ছবিটি নির্মাণ করছি। বাপ্পী ও জাহারা মিতু দারুণ অভিনয় করছে। আশা করছি, ছবিটি মুক্তি পেলে তাঁরা জুটি হিসেবেও শক্ত অবস্থানে যাবে। ’