‘নিজেদের গড়া তালেবানকে কৌশলে ক্ষমতায় বসাল মার্কিন সাম্রাজ্যবাদ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় বলা হয়েছে, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় জঙ্গিবাদী শক্তি তালেবানদের জন্ম দিয়েছিল। ২০ বছর পর আজ তারাই ভিন্ন কৌশলে তাদের তৈরি সেই জঙ্গিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা নিল। যা অত্যন্ত ন্যক্কারজনক ও আফগান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

বৃহস্পতিবার পলিটব্যুরোর সভায় এই মত প্রকাশ করা হয়। পলিটব্যুরোর সদস্য হাজি বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, তালেবানদের ক্ষমতা দখলের বিষয়টি কাতারের দোহায় গত বছরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তালেবানদের মধ্যে সমঝোতা চুক্তির বাস্তবায়ন মাত্র।

 

 

image_pdfimage_print