Corona bad news for Bangladesh team in New Zealand

নিউজিল্যান্ড সফরে গিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। শুধু তাই নয়, হেরাথ ছাড়াও বাংলাদেশ দলের আরও নয় জনের কোয়ারেন্টিনের সময়সীমা বাড়ানো হয়েছে।

নিউজিল্যান্ডে পা রেখে শুরুতে কোনো দুঃসংবাদ পায়নি বাংলাদেশ দল। কারণ, প্রথম দুই করোনা টেস্টের দুটিতেই নেগেটিভ আসে পুরো দল। কিন্তু, অনুশীলনে নামার আগমুহূর্তে তৃতীয় পরীক্ষায় পজিটিভ হন হেরাথ। কোভিড-১৯ এর ফল পজিটিভ আসায় তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। কিন্তু, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গেছে, সে ফ্লাইটের একজন যাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ওই ব্যক্তির আশপাশে থাকা বাংলাদেশের ৯ জনের কোয়ারেন্টিন সময়সীমা বাড়ানো হয়েছে। এই নয় জনকে বাদ দিয়েই বাকিরা জিমনেসিয়ামের সুবিধা ব্যবহার করতে পারছেন।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ দল : মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম।