প্রিয় তারকার প্রিয় মুখ, কথা বলার ধরন, ফ্যাশন, লাইফস্টাইল কিংবা ব্যক্তিগত জীবন। সবকিছু ঘিরেই দর্শকের ভীষণ আকর্ষণ। তাকে ঘিরে অনেক জানা-অজানার বাইরেও দর্শকের কৌতূহল থাকে তার কর্মজীবন নিয়েও।
বর্তমানে বিলাসবহুল জীবনযাত্রা, দামি গাড়ি কিংবা দামি বাড়ির জন্য বলিউড তারকাদের প্রায়ই খবরের শিরোনাম হতে দেখা যায়। তবে, নব্বই দশকে এত জৌলুশপূর্ণ ছিল না তাদের জীবন। এমনকি এখনকার সময়ে দাড়িয়ে নব্বই দশকে বলিউড তারকাদের পারিশ্রমিকের পরিমান শুনলে হাসিও পেতে পারে।
বিগ বি অমিতাভ বচ্চন:
প্রথমেই যার নাম চলে আসে সে বিগ বি অমিতাভ বচ্চন। কিংবদন্তি এই অভিনেতা ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে প্রথম বি টাউনে পা রাখেন। সেই সময় অভিনেতা হিসেবে তিনি পাঁচ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। তারপর নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। প্রতি সিনেমায় ৩ কোটি রুপি চার্জ করতেন এই অভিনেতা। এখনকার তুলনায় কম শোনা গেলেও নব্বইয়ের দশকে তা ছিল অনেক। বিগ বি তার সবশেষ অভিনীত সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি।
অজয় দেবগণ:
নব্বইয়ের দশকের অন্যতম সেরা নায়ক অজয় দেবগণ। তখন প্রতি সিনেমার জন্য অজয় পারিশ্রমিক নিতেন ৭০ লাখ রুপি। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় দক্ষতা আর পারিশ্রমিক দুটোতেই উন্নতি করেছেন এই নায়ক। বিশ্বখ্যাত ‘ট্রিপল আর’ সিনেমায় মাত্র ৭ দিনের শুটিংয়ের জন্য অজয় পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি টাকা!
সানি দেওল:
নব্বইয়ের দশকের অ্যাকশন তারকা অজয় সিং দেওল, সিনেমায় যাকে সবাই সানি দেওল নামেই চেনে।
একসময় বলিউডের অন্যতম ধনী তারকা বলা হয় তাকে। ‘গদর’ এবং ‘ঘায়েল’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি তে নিজের নাম প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা। ১৯৯৭ সালে তার অভিনীত ‘বর্ডার’ সিনেমাটি ছিল বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি। সেই সিনেমায় সানি পারিশ্রমিক নিয়েছিলেন ৯০ লাখ রুপি
অক্ষয় কুমার: