দেশে গণতন্ত্র ফেরানোই এখন বিএনপি’র প্রধান কাজ: আব্দুল মঈন খান

দেশে গণতন্ত্র ফেরানোই এখন বিএনপির প্রধান কাজ। এ কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সবাই মিলে কাজ করলে অবশ্যই বিএনপির আন্দোলন সফল হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিভাগের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। সেখানে ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ মুখে যা বলে কাজ করে টিক তার উল্টো।

এসময় সরকার গনতন্ত্রের মোড়কে দেশে একদলীয় শাসন কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।