দুর্দান্ত মিরাজের প্রথম শতক

সুন্দর এক লড়াই উপহার দিলো মেহেদী হাসান মিরাজ। ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরেন এই মিডল অর্ডার ব্যাটার, সাথে ছিলেন মাহমুদুল্লাহ। ৬৯ রানে ছয় উইকেট হারানোর পর মাঠে নেমে অসাধারণ এক ইনিংসে খেলেন তিনি। সেই ইনিংসে ভর করে ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরতে কাউকে তো দায়িত্ব নিতেই হতো। মাহমুদুল্লাহকে সাথে নিয়ে, সেই কাজটাই যেনও করলেন অলরাউন্ডার মিরাজ। মাহমুদুল্লাহ ৭৪ করে ফিরলেও, মিরাজ তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম শতক।

ম্যাচের একটা সময় মনে হচ্ছিলো শতক পার করাই যেনও বাংলাদেশের দলিয় লক্ষ্য, সেখানে মাঠে নেমে মিরাজ খেললেন স্মার্ট ক্রিকেট। স্ট্রাইক রেট মেইন্টেইন করে সাবধানে চালিয়ে যান নিজের ব্যাটিং। ম্যাচের শেষ চারটি ওভার-বাউন্ডারি এবং আটটি বাউন্ডারির সাহায্যে মাত্র ৮৮ বলে নিজের প্রথম শতক মাঠ ছাড়েন তিনি।

দলীয় ২১৭ রানে মাহমুদুল্লাহ (৭৭) করে ফিরে যাওয়ার পর , মনে হচ্ছিলো রানের চাকা ২৫০ এর আগেই থেমে যাবে। কিন্তু সচল ছিল মিরাজ। নাসুমকে নিয়ে মাত্র ২৩ বলে ৫৪ রানের পার্টনারশিপ গড়ে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেয় এই অলরাউন্ডার।

২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে এক দিনের ম্যাচে তার অভিষেক হয়। এরপর ৬৫ ম্যাচ খেলা মিরাজের দুইটি অর্ধশতক থাকলেও এটাই তার প্রথম শতক। এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিলো ৮১ রান।

মিরাজের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৭২ রানের লক্ষ ছুড়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশকে।