দক্ষিণ আফ্রিকায় পানশালায় এলোপাতাড়ি গুলি, নিহত ১৪

পুলিশ কর্মকর্তা ইলিয়াস মাওয়েলা বলেন, ‘রাতে গুলি চালানোর ঘটনার পর আমাদের কাছে সকালের দিকে খবর আসে। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যখন পৌঁছাই, তখন ১২ জনের মরদেহ সেখানে পড়ে ছিল। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ জনের মৃত্যু হয়।’

এই পুলিশ কর্মকর্তার মতে, লাইসেন্স করা পানশালাটিতে এলোপাতাড়ি গুলিতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া কার্তুজের সংখ্যায় বোঝা যাচ্ছে, হামলায় কয়েকজন অংশ নিয়েছিলেন। তাঁরা পানশালার পৃষ্ঠপোষকদের লক্ষ্য করে গুলি করেছিলেন।

image_pdfimage_print