তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানীর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০০০ মানুষ। অন্যদিকে অনেকেই আটকা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের পরপরই দুই দেশের উদ্ধারকারী দলগুলো আটকে থাকা জীবিতদের উদ্ধারে অভিযানে নেমেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই শঙ্কা।
এদিকে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ৮০ বছরের ইতিহাসে সোমবার সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূতাত্ত্বিক স্টিফেন হিকস জানিয়েছেন, আগের ভূমিকম্পটিও ৭ দশমিক ৮ মাত্রার ছিল। এটি ১৯৩৯ সালের ডিসেম্বরে উত্তর-পূর্ব তুরস্কে আঘাত হানে এবং এতে কমপক্ষে ৩০ হাজার মানুষ মারা যান।
অন্যদিকে সিরিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, সোমবারের এই ভূমিকম্প তাদের ভূকম্প কেন্দ্রের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কেন্দ্রটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
তুরস্কজুড়ে ভূ -পৃষ্ঠের অনেকগুলো প্লেট সক্রিয় এবং প্রধান ফল্ট লাইনে থাকায় দেশটি প্রায়শই ভূমিকম্পে আক্রান্ত হয়। ফলে বিগত দুই দশকে একাধিক শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে বহু মানুষের মৃত্যু হয়েছে।
নভেম্বর ১৯৯৯
পূর্ব তুরস্কের দুজসে শহরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় কমপক্ষে ৮৪৫ জনের মৃত্যু হয়।
মে ২০০৩
৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প পূর্বাঞ্চলীয় বিঙ্গোল প্রদেশে আঘাত হানে এবং একটি স্কুল ছাত্রাবাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত হয় ৮৩ শিশুসহ অন্তত ১৬৭ জন।
মার্চ ২০১০
দেশটির পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪২ জন নিহত হয়।
অক্টোবর ২০১১
তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান শহরে দুটি ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি ২৩ অক্টোবর এবং ৫ দশমিক ৬ মাত্রার দ্বিতীয়টি আঘাত হানে ৯ নভেম্বর। নিহতের সংখ্যা ৬৪৪ ছাড়িয়ে যায়।
জানুয়ারি ২০২০
৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এলাজিগ কেঁপে ওঠে, কমপক্ষে ২২ জন নিহত এবং হাজারের বেশি মানুষ আহত হয়। এটি সিরিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়াতেও অনুভূত হয়েছিল।
অক্টোবর ২০২০
৩০ অক্টোবর পূর্ব গ্রীস এবং পশ্চিম তুরস্কে একটি ৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৪ জন নিহত এবং প্রায় ৮০০ জন আহত হয়।
ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত দুই হাজার। এর মধ্যে তুরস্কে প্রায় ১২০০ এবং সিরিয়ায় প্রায় ৭০০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বেশিরভাগ ক্ষয়ক্ষতি এজিয়ান রিসোর্ট শহর ইজমির এবং এর আশেপাশের অঞ্চলে ঘটেছে।