The project will be divided into three categories: Cabinet Secretary

খরচ কমাতে তিন ক্যাটাগরিতে প্রকল্প ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘সি’ ক্যাটাগরির কাজ আপাতত বন্ধ রাখা হবে। ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ এবং ‘এ’ ক্যাটাগরির প্রকল্পে পুরো টাকাই খরচ করা যাবে। এমন কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সোমবার (২৫ জুলাই) বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রকল্পের ব্যয় কমানো ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক ফসলি জমিতে দুই ফসল ফলানোসহ কৃষি উৎপাদন বাড়াতে হবে। গাড়ি ও জ্বালানির ব্যবহার কমানোর নির্দেশনাও বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখন দরকার নেই এমন কেনাকাটা ও বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে কোনো প্রকিউরমেন্টের অধীনে হলে বিদেশ যেতে পারবে। আনোয়ারুল ইসলাম জানান, গ্রাম আদালত সংশোধন আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। শিশুদের গ্রাম্য আদালতে আনা যাবে না। বিচার ৩০ দিনের বদলে ১৫ দিনে সম্পন্ন করতে হবে। আগে ৭৫ হাজার টাকা জরিমানা ছিল। আইনটি পাশ হলে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।