বেঁচে থাকলে আজ গিটার জাদুকর ও ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু পূর্ণ করতেন ৬০ বছর। দিনটিতে তাঁকে ঘিরে থাকত নানা আয়োজন। যদিও জন্মদিনটা খুব একটা জাঁকজমকভাবে পালন করতে পছন্দ করেন না আইয়ুব বাচ্চু। তবে এই দিনে সব সময় নতুন করে পথচলার স্বপ্ন দেখতেন। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা করছেন তিনি। ২০১৮ সালের অক্টোবরে মৃত্যুর আগপর্যন্তও এই চর্চা ছিল। বেঁচে না থাকলেও টেলিভিশন, ইউটিউবের আর্কাইভে জমা আইয়ুব বাচ্চুর গান আর গিটারের মূর্ছনা শ্রোতাদের আজও সমানতালে মাতিয়ে চলছে। এদিকে জন্মদিনে দেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মীরা ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর সঙ্গে মাইলস ব্যান্ডের হামিন আহমেদের সম্পর্কটা ছিল খুবই আন্তরিক। কিন্তু ২০১৪ সালে হঠাৎ তাঁদের সেই সম্পর্কের ছন্দপতন হয়। এরপর দুজনের সম্পর্ক আবার চমৎকারভাবে এগিয়ে যায়। আইয়ুব বাচ্চুকে ‘তুই’ বলে সম্বোধন করতেন হামিন আহমেদ। তিন বছরের বেশি হচ্ছে আইয়ুব বাচ্চু নেই। কিন্তু জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি হামিন আহমেদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে, এবি! হ্যাভ আ বিগ ডে হয়্যার ইউ আর।’ ছবিতে হামিন আহমেদ, জেমস ও আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর সঙ্গে কুমার বিশ্বজিতের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। এই বন্ধুত্বের মধ্যে মান–অভিমান হতো। তারপরও তাঁরা দুজন ছিলেন দারুণ বন্ধু। দুজনেরই জন্ম চট্টগ্রামে। সেই বন্ধুকে নিয়ে কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘শুভ জন্মদিন ভালো থাকিস।’