কোপা আমেরিকা জয় করায় আর্জেন্টিনার ভক্তরা মেসির জন্য কত আয়োজন করছে। চীনের সাংহাইতে একটি শপিং সেন্টারের বিশাল ভবনটি মেসিময় করা হয়েছে। আকাশি নীল ও সাদা রঙের পুরো ভবনটি আলোকিত করা হয়েছে। শপিংমলের বাইরে ফোয়ারা জুড়ে আলোকসজ্জার মাধ্যমে মেসির পেছনটা এবং ১০ নম্বর জার্সি ফুটিয়ে তোলা হয়েছে। হাজার হাজার মেসিভক্ত ভিড় করছেন। ছবি তুলছেন সেখানে।
মেসি আছেন এখন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। ২৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে কোপা এনে দিয়ে মেসি তার পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। স্ত্রী আনতেনেল্লা রোকুজ্জোকে নিয়ে নানা ঢংয়ে ছবি পোস্ট করছেন তার ইন্সস্টাগ্রামে।
মেসির জন্য আরো সুখবর হচ্ছে কোপার ট্রফি নিয়ে মেসির ছবিতে ২০ লাখ মানুষের লাইক পড়েছে। রোনালদোর পোস্ট করা একটি ছবি ছাড়িয়ে গেছে। ম্যারাডোনাকে নিয়ে রোনালদো একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিটি ছিল সবার ওপরে।