চীনে বছরের প্রথম ঘূর্ণিঝড়, হংকংয়ে জাহাজ দুই টুকরো

মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় চাবা উপকূলে আছড়ে পড়ার পর গতি হারাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে, ঝড়ের ফলে যে বৃষ্টিপাত হবে, তা ওই অঞ্চলে বর্ষা মৌসুমে সাধারণত যত বৃষ্টি হয়, তার রেকর্ড ভাঙবে। এসব তথ্য জানিয়েছেন এনএমসির প্রধান আবহাওয়াবিদ গাও শুয়ানঝু।

হংকংয়ের কয়েক ডজন মানুষ নিখোঁজ

গতকাল শনিবার ঝড়ের সময় দক্ষিণ চীন সাগরে ৩০ আরোহী নিয়ে একটি প্রকৌশল জাহাজ দ্বিখণ্ডিত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এর মধ্যে তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। হংকং থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নিখোঁজ অন্য ক্রু সদস্যদের অবস্থান শনাক্তে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয় সময় বেলা তিনটার দিকে তিন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে হংকংয়ের সরকারি ফ্লাইং সার্ভিস।

হংকংয়ের সরকারি কর্তৃপক্ষ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এক ব্যক্তিকে হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে। এ সময় সমুদ্রের বিশাল স্রোত জাহাজের ওপর আছড়ে পড়ছে। দ্বিখণ্ডিত নৌযান অর্ধেক ডুবে গেছে। সরকার বলছে, হেলিকপ্টার যাওয়ার আগেই বাকি ক্রু সদস্যরা ঢেউয়ের তোড়ে ভেসে গেছে।

গত বৃহস্পতিবার চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সেদিনই ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছিল হংকং কর্তৃপক্ষ।

image_pdfimage_print