The driverless bus rammed into the counter, killing the youth

ফরিদপুরে হঠাৎ চালকবিহীন একটি বাস কাউন্টারে ঢুকে যায়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে জিলানী মুন্সি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।

শনিবার (০৭ মে) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মুন্সি পৌর সদরের কাপুরিয়া সদরদী গ্ৰামের ইলিয়াস মুন্সীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা এস পি পরিবহনের বাসটি ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে পাশে চা খেতে যান।