Personal Correspondent:
শনিবার চাটখিল উপজেলা প্রেসক্লাব নির্বাচনে গোপন ব্যলটের মাধ্যমে দৈনিক ভোরের পাতার মিজানুর রহমান বাবর সভাপতি, একাত্তর টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের কামরুল কানন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে সহ সভাপতি পদে ইয়াছিন চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি) আনিস আহমেদ হানিফ (ঢাকার ডাক) হান্নান হায়দার (বাংলা টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিয়াজ খান (দৈনিক নোয়াখালীর খবর) স্বপন পাটোয়ারী (দৈনিক বর্তমান) সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (দৈনিক জনতা/ ডেইলি ইন্ডাস্ট্রিজ) অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ (উৎসব টিভি, ডেইলী আওয়ার টাইম) প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতী খবর) দপ্তর সম্পাদক আলী হোসেন হীরন (দৈনিক সন্ধ্যাবানী) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুর আলম (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মনির হোসেন সোহেল (দৈনিক গণমানুষের আওয়াজ) মিফতাহুল ফারিয়া (দৈনিক দেশ বার্তা) শারমিন সাহরিয়ার ইতি (প্রতিদিন আমার সংবাদ) মোজাম্মেল হোসেন রিয়াজ (দৈনিক ভোরের চেতনা) সদস্য নির্বাচিত হন।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টায় ভোট কেন্দ্র উপজেলা অডিটোরিয়ামে প্রধান নির্বাচনী কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দিপ্তী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উৎসব মূখর এই নির্বাচনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুম মনি, ওসি আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল মেয়র মাসুদুর রহমান শিপন, জেলা পরিষদ সদস্য এমরুল চৌধুরী রাসেল, সোমপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুনির, নারী নেত্রী শামিমা আক্তার মেরী, সমকাল জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবির আহমদ ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।