চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট, ১৭ সদস্যের ওয়ানডে ও ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক দিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্টে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। আর তিন ফরম্যাটেই থাকছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার (২২ মে) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। এদিকে হজ্জের ছুটিতে থাকায় তিন ফরম্যাটের কোথাও নেই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৭ জুলাই। বাংলাদেশ দল সফর শেষ করবে ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে।

image_pdfimage_print