Chandraganj UP Chairman Nurul Islam Babul is no more

নিউজ প্রতিবেদক

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক, আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত সৈনিক ও একজন নির্ভিক করোনা যোদ্ধা নুরুল ইসলাম বাবুল রোববার (১৬ আগষ্ট) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর হসপিটালে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে…..রাজেউন)।

মরহুম চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল

জনপ্রিয় এই চেয়ারম্যানের মৃত্যুতে তাঁর নিজ এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তাঁর বড় ভাইয়ের ছেলে মনির হোসেন। মৃত্যুকালে নুরুল ইসলাম বাবুল চেয়ারম্যানের বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি এক স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দলীয় নেতা-কর্মীসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চন্দ্রগঞ্জ ইউপির রামকৃষ্ণপুর গ্রামের দ্বীন ইসলাম পাটোয়ারীর ছোট ছেলে।

জানা যায়, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল গত ১৪ই আগষ্ট তাঁর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে বলে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। এরপর থেকে নিজ বাড়িতে আইসোলেশানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে এ্যাম্বুলেন্সেযোগে ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে কুমিল্লা পর্যন্ত পৌঁছালে অবস্থার অবনতিতে তাঁকে কুমিল্লা সদর হসপিটালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনা মহামারী শুরু হলে তিনি করোনাযুদ্ধে একজন সামনেরসারীর সম্মুখযোদ্ধা ছিলেন। নিজ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে জীবণুনাশক স্প্রে ছিটানোসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করেন। অথচ তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

এ দিকে জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এক শোক বার্তায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু বলেন, নুরুল ইসলাম বাবুল একজন জনপ্রিয় ও বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ একজন সৎ, নির্ভিক ও জনপ্রিয় নেতাকে হারালো। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরেক শোক বার্তায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে দলের অভ্যন্তরে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামীলীগের পক্ষথেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।