Fight between two groups of Chhatra League in Chandraganj

own reporter

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভসহ উভয় পক্ষের অন্তত ৮-১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী (নৌকা) নুরুল আমিনের আনন্দ মিছিল পরবর্তীতে ছাত্রলীগের রিয়াজ ও বাবলু গ্রুপের মধ্যে এ মারামরির ঘটনা ঘটে চন্দ্রগঞ্জ বাজারে।

ছাত্রলীগ নেতা রিয়াজ অভিযোগ করে বলেন, নৌকা প্রার্থী নুরুল আমিনের আনন্দ মিছিল শেষে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে চন্দ্রগঞ্জ আল রাজি হাসপাতালে সামনে দাড়াই। কাজী বাবলু লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে। এতে কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন , ছাত্রলীগ নেতা হৃদয়, বাবু, সাগরসহ ৮-১০ জন নেতাকর্মী আহত হয়।

বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, আমাদের মধ্যে কোন মারামারি হয়নি। আমরা নৌকার পক্ষে মিছিল করেছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।