কাশ্মিরে আইসিসের প্রতিষ্ঠাতা সদস্য গ্রেফতার

ভারতের গোয়েন্দা সংস্থা জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আইসিসের সরাসরি পদচিহ্নের সন্ধান পেয়েছে। সোমবার (১৯ জুলাই) কাশ্মিরে এ সংগঠনের এক প্রতিষ্ঠাতা সদস্য কাসিম খোরাসানী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গত একবছর ধরে তাদের পেছনে পড়ে ছিল গোয়েন্দারা। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

প্রতিবেদনে বলা হয়, খোরাসানী ও তার সহযোগীরা এখানে আইসিসের ক্যাডার সংগ্রহ করছিলেন। একটি মেসেজিং সফটওয়ারে তাদের শনাক্ত করে গোয়েন্দাবাহিনী। ধারণা করা হয়, কাসিম খোরাসানী কোনো একসময় আফগানিস্তানের খোরাসানে ছিলেন। তাকে অনন্তনাগ জেলার আচাবলে পাওয়া যায়।

তিনি টেলিগ্রামে সোয়াত আল হিন্দ নামে একটি ম্যাগাজিনের উত্পাদন ও সরবরাহ নিয়ে গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলছিলাম। এই ম্যাগাজিনটির মাধ্যমে উইলায়েত আল-হিন্দ বা ভারতে ইসলামিক স্টেটের বিষয়ে প্রচার করা হচ্ছিল। ২০১৯ সালের মে মাসে উইলায়েত আল-হিন্দ প্রতিষ্ঠা করা হয়। এটি খোরাসান, সিরিয়া ও ইরাকের ভারতীয় মুজাহিদিনের ভারতে আক্রমণ চালানোর জন্য উদ্বুদ্ধ করেছে।

image_pdfimage_print