কর্ণাটকে প্রেমিকের সাথে সৌদিতে পালালেন স্ত্রী, শোকে তিন সন্তানকে নিয়ে স্বামীর বিষপান

প্রেমিকের সাথে সৌদি আরব পালিয়ে গেছেন স্ত্রী। সেই শোকে তিন সন্তানকে নিয়ে বিষপান করেন কর্ণাটকের সামিউল্লাহ। এ ঘটনার পর মারা গেছেন তিনি। তবে বেঁচে গেছে তার তিন সন্তান।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলার পিএইচ কলোনিতে এ ঘটনা ঘটেছে। সামিউল্লাহর তিন সন্তান এখন বেঙ্গালুরু একটি হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানিয়েছে, সামিউল্লার স্ত্রী সাহেরা বানু স্বামী ও তার বাবা-মাকে কিছু না বলে তাকে ছেড়ে প্রেমিকের সাথে সৌদি আরবে চলে যান।

পরে ভিডিও কলে স্বামীর সাথে কথা বলেন সাহিরা। এ সময় প্রেমিকের সাথে বিভিন্ন স্থানে সময় কাটানোর দৃশ্য দেখান তিনি। সাহিরা তার স্বামীকে প্রেমিকের সাথে থাকার ভিডিও দিয়ে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেন। সামিউল্লাহ কান্নাকাটি করে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করার পরেও বাড়ি ফিরেনি সাহিরা।

সামিউল্লাহ তার তিন সন্তানকে বলেছিলেন যে তাদের মা কখনই ফিরে আসবেন না এবং এরপর তাদের বিষ দেন। পরে নিজেও বিষপান করেন। হাসপাতালে নেয়ার পথেই সামিউল্লাহর মৃত্যু হয়।

image_pdfimage_print