এবার আয়ারল্যান্ডের দক্ষিণ আফ্রিকা শিকার

আইরিশরা প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে তোলে ২৯০ রান। ১১৭ বলে ইনিংস–সর্বোচ্চ ১০২ রান করেছেন দলটির ওপেনার অ্যান্ডি বলবার্নি। আইরিশ অধিনায়কের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিটি সাজানো ১০ চার ও ২ ছক্কায়।
৬৮ বলে ৭৯ রান করেছেন হ্যারি টেক্টর।

৬৮ বলে ৭৯ রান করেছেন হ্যারি টেক্টর।

পল স্টার্লিং (২৭), অ্যান্ডি ম্যাকব্রাইন (৩০) ও হ্যারি টেক্টরকে নিয়ে তিনটি ৬০ ছাড়ানো জুটি গড়া বলবার্নি আউট হয়েছেন ৪২তম ওভারে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। আয়ারল্যান্ডের রান তখন ১৯৪।

অধিনায়কের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে এরপর তাণ্ডব চালিয়েছেন টেক্টর ও জর্জ ডকরেল। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৯০ রান যোগ করেন দুজন। ৬৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৯ রান করেন টেক্টর। ২৬ বলে এই রানের ৪৮-ই টেক্টর করেছেন বলবার্নি ফেরার পর। ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে টেক্টরের এটিই সর্বোচ্চ ইনিংস।

অন্য পাশে ডকরেল করেছেন ২৩ বলে ৪৫ রান। তাঁর ইনিংসে ৫ চারটি, ছক্কা দুটি। আইরিশ ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ডকরেল।