Central bank logo on loan ads, caution advised

বাংলাদেশ ব্যাংকের প্যাড ও লোগো ব্যবহার করে বিজ্ঞাপন চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দেওয়ার পর মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ পাইয়ে দেওয়ার বিজ্ঞাপনেও লোগো ব্যবহার করছে একটি চক্র। এটিকে বিশ্বাসযোগ্য বিবেচনায় কেউ যেন প্রতারিত না হন সে জন্য মঙ্গলবার সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ, রি-পেমেন্ট, সুদহার ইত্যাদি সংক্রান্ত বিনিয়োগ ও মুনাফা কেন্দ্রিক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ ধরনের বিজ্ঞাপনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় সাধারণ জনগণ নির্ভরযোগ্য বিবেচনা করে প্রতারিত হতে পারেন। এ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে বড় ধরনের জালিয়াতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ বা মুনাফা সংক্রান্ত বিজ্ঞাপনে কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।