উলিপুরে বজ্রপাতে হালের গরুসহ কৃষক নিহত

কুড়িগ্রামের উলিপুরে জমিতে গরু দিয়ে হালচাষ করার সময় আকস্মিক বজ্রপাতে গরুসহ নিহত হয়েছেন এক কৃষক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামদাস ধনিরাম কানিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত কৃষক শহিদুল ইসলাম (৪৫) ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহিদুল ইসলাম জমি চাষ করছিল। এমন সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ ঐ জমির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই শহিদুল ও তার হালের দু’টি গরু মারা যায়।

উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।