High Court asks to provide security like UNO to upazila chairmen

প্রতিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে। আদেশে উপজেলা পরিষদ আইন-১৯৯৮-এর ধারা ১৩(ক)(খ)(গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও মহিউদ্দিন মো. আলামিন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস শুনানি করেন।

ড. মহিউদ্দিন মো. আলামিন সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী অফিসারের মতোই উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে বলেছে হাইকোর্ট।

image_pdfimage_print