ঈশ্বরগঞ্জে বেগুনি ধানের চা

 

ঈশ্বরগঞ্জে চাষ হচ্ছে পুষ্টিগুণসম্পন্ন বেগুনি ধান। উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া ব্লকের কৃষক নজরুল ইসলাম এবার ১০ শতক জমিতে বেগুনি ধান চাষ করেছেন।

কৃষি অফিস সূত্র জানায়, উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম। রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১৪৫-১৫৫ দিন। কৃষক নজরুল জানান, বেগুনি ধানের আবাদ করে অনেক সুফল পেয়েছি।

 

উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ধানের চাষাবাদ পদ্ধতি স্বাভাবিক ধানের মতোই। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, উপজেলায় প্রায় এক একর জমিতে বেগুনি রঙের ধান চাষ করা হয়েছে।