আর্জেন্টিনার চার গোল, ব্রাজিল দিলো তিন গোল

মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরের দিকে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা।

এ দুটো ম্যাচেই জয় পেয়েছে ফুটবল ভক্তদের অন্যতম প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিল।

ম্যাচে উরুগুয়ের নারী ফুটবলারদের ৩-০ গোলে হারিয়ে সেমির পথে অনেকখানি এগিয়ে গেলো ব্রাজিল।

নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৬। গোল ব্যবধান তাদের প্লাস ৭। অর্থ্যাৎ দুই ম্যাচে ৭ গোলের পরিবর্তে কোনো গোল হজম করেনি তারা। ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা।

অপরদিকে বুধবার ভোরে নারী কোপা আমেরিকায় অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে রীতিমত বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে উঠে এলো আর্জেন্টাইনরা এবং সেমিতে ওঠার সম্ভাবনাও টিকে থাকলো।

 

image_pdfimage_print