আমার চুল ধরে টেনেছে, আমার নিরাপত্তাকর্মী মারা যেতে পারত: সোনু নিগাম

মঞ্চে গান গাইতে উঠে ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি সুস্থ থাকলেও তার বন্ধুসহ আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় থানায় একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন সোনু নিগম। খবর আনন্দ বাজারের।

সোনু তার অভিযোগে বলেন, শো শেষ হওয়ার পর যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানিসহ আমরা সবাই স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তিনি আরও বলেন, ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানেন। আমার ম্যানেজার মরেই যেত। এখনও সেই বিভীষিকাময় অভিজ্ঞতা শিল্পীর কণ্ঠে রয়ে গিয়েছে।