Even today hundreds of men and women remained in the queue without getting tickets

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ রোববারও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর টিকিট না পেয়ে কাল সোমবারের জন্য লাইনে দাঁড়িয়েছেন কয়েক শ নারী-পুরুষ।

আজ সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে পুরুষদের এবং দুপুর ১২টার মধ্যে নারীদের কাউন্টারে টিকিট বিক্রি শেষ হয়। তারপরই তাঁরা কালকের টিকিটের জন্য লাইনে অবস্থান নেন।

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ রোববারও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর টিকিট না পেয়ে কাল সোমবারের জন্য লাইনে দাঁড়িয়েছেন কয়েক শ নারী-পুরুষ।

আজ সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে পুরুষদের এবং দুপুর ১২টার মধ্যে নারীদের কাউন্টারে টিকিট বিক্রি শেষ হয়। তারপরই তাঁরা কালকের টিকিটের জন্য লাইনে অবস্থান নেন।বেলা পৌনে একটার দিকে দেখা যায়, নারীদের লাইনে ৩৫ জন রয়েছেন। তাঁরা কালকের টিকিটের জন্য আজকে লাইনে দাঁড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ‘আজ ভোররাত চারটায় এসেছিলাম। কিন্তু টিকিট পাইনি। এখন চলে গেলে কালকে এলে টিকিট পাব না। মাঝখান থেকে কষ্ট হবে। তাই কাল টিকিট নিয়ে একবারে যাব বলে রয়ে গেলাম।’