আগৈলঝাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু সুমনা আক্তার (২) ওই গ্রামের সুজন মোল্লার মেয়ে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে সুমনা সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে স্বজনরা। পরে বাড়ির পাশের পুকুরে সুমনাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শিশু সুমনার পুকুরে ডুবে মৃত্যুর ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।