দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। শনিবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীর মালিবাগে তাদের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদানের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
পাত্রের নাম ফারহান। তিনি পুরান ঢাকার বাসীন্দা। পেশায় একজন ব্যবসায়ী।
এর আগে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। দেড় বছরের ব্যবধানে দাম্পত্য জীবনে ইতি টেনেছিলেন তারা।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ২০১৪ সালে সর্বনাশা ইয়াবা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। আজাদ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে গিয়াস উদ্দিন সেলিমের অবগুণ্ঠন নাটকে রুবিনা চরিত্রে কাজ করার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।