Allama Noman Faizi, Advisor to Hefazat Islam Bangladesh and Director of Jamia Hamiuchhunnah Mekhal Madrasa, Chittagong

অনলাইন রিপোর্টার ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক আল্লামা নোমান ফয়জী মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

আল্লামা নোমান ফয়জীর ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর অসুস্থতাবোধ করায় আল্লামা নোমান ফয়জীকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি।

সেখানেই সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ আলেম।

আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদ্রাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদ্রাসারও শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতী।