মায়ের প্রতি ভালোবাসা শাশ্বত-চিরন্তন। দুনিয়ায় মা শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই। আজ বিশ্ব মা দিবস। প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিবসটি আসে, চলেও যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। কিন্তু গত বছর এবং এই বছর করোনার কারণে বিশেষ এই দিনটিকে ঘিরে কোনো আয়োজনই করা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন মায়েদের ছবি। শেয়ার করেছেন মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি।
ছোটবেলার একটি ছবি দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, মা দিবসে সমস্ত মাকে শুভেচ্ছা! মা তুমি স্বর্গের টুকরার অংশ। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন