নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় টানা ১০ ঘণ্টা সিবিআইয়ের জেরার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার স্থানীয় সময় সকাল ১১ টার দিকে কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। পরে রাত ৮টা ৪০ মিনিটে বের হন। এসময় ১০ জন আধিকারিক তাকে জেরা করেন বলে জানান তিনি।
তিনি জানান, তার কাছে মূলত জানতে চাওয়া হয়, অভিযুক্ত কুন্তল ঘোষ কেন তার চিঠিতে বারবার অভিষেকের নাম লিখেছিলেন? তাছাড়া কুন্তলের সঙ্গে অভিষেকের সম্পর্ক কী?
জেরা শেষে বের হয়ে অভিষেক অভিযোগ করে বলেন, ‘মূলত রাজনৈতিক দলের নির্দেশেই আমাকে ডাকা হয়েছে। আমি দিল্লির পোষা কুকুর হয়ে কাজ করবো না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ওরা ধমকানোর চেষ্টা করছে।’
এদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘যিনি বলছেন আমি নির্দোষ। আমার সঙ্গে ঘটনার দূর-দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। যিনি চ্যালেঞ্জ করছেন, ফাঁসির মঞ্চ আমার জন্য তৈরি রাখুন। তিনি তদন্তটা শেষ করতে চাইছেন না কেন? তার অনীহা কেন?
অন্যদিকে অভিষেকের ম্যারাথন জেরা চলাকালীন মমতা টুইটে বলেন, ‘২০০১ সালের এই দিনে আমরা ৩৪ বছরের দানবীয় শাসনকে উৎখাত করে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষের সরকার গঠন করেছিলাম। আজ নতুন করে অঙ্গীকার করছি। সাধারণ মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করছি।’
তিনি আরও বলেন, ‘এজেন্সি-রাজ চালাচ্ছে কেন্দ্রের স্বৈরাচারী সরকার। যা আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে। কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ মানুষ এই মিছিলে আমাদের সঙ্গে আছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।’