নোয়াখালীতে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিসংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
রোববার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান ও তোপধ্বনির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
পরে বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।