দৌলতদিয়ায় যুবককে খুনের পর মাটিচাপা, গ্রেপ্তার দুই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রেমঘটিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো: সোহান শেখ (২০) নামে এক যুবককে খুন করে বখাটেরা। এ ঘটনায় হায়াত কাজী (১৭) ও নিরব শেখ (১৭) নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার ( ২০ মার্চ ) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: ইফতেখারুজ্জামান।

গ্রেপ্তারকৃত হায়াত কাজী গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের মাদার কাজীর ছেলে ও নিরব শেখ সামছু মাস্টারের পাড়া গ্রামের মো. শহিদ শেখের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান বলেন, গত ১৬ মার্চ দৌলতদিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ভবনে মাটি চাপা অবস্থায় মো. সোহান শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের চাচা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ক্লুলেস এই মামলার রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নামে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর থেকে নিহত সোহানের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘাতকরা পালিয়ে যায়।

এরপর রোববার কালুখালী উপজেলার দূর্গম হরিনবাড়িয়া চর থেকে ঘাতক হায়াত কাজী ও নিরব শেখকে গ্রেপ্তার করে রাতে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, ১৫ দিন আগে প্রেমঘটিত বিষয়ে দৌলতদিয়া কেকেএস স্কুল মাঠে মারামরি ও মোবাইল ফোন চুরি ঘটনায় ক্ষুদ্ধ হয়ে গ্রেপ্তারকৃতরা সোহানকে নির্মমভাবে খুন করে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।