রামুতে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইরফান (২০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে। আহতদের একজন শাহীনুর রহমান মাঝিরকাটা এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে। তবে আহত অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে রামু থানার ওসি আনোয়ার হোসাইন জানান, দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুটি মোটরসাইকেলে মোহাম্মদ ইরফান, শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় জঙ্গলের আড়াল থেকে তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ ইরফান নামের একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে– তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় গর্জনিয়া ইউনিয়নের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।