নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ১০ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮০ জন। খবর আলজাজিরার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের বয়স ২৩ থেকে ৭২ বছরের মধ্যে। আহতদের একাধিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর শহরের উত্তরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে তাদের সেনারা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অভিযান শুরু করে ইহুদি সেনারা। ৩ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করা হয়। অভিযানে নিহতদের মধ্যে ফিলিস্তিনি রেজিস্ট্যান্স ফোর্সের দুই যোদ্ধা রয়েছে।

ইসরায়েলি এ অভিযানে গণ গ্রেফতার, চেকপয়েন্ট বন্ধ, হয়রানি ও ঘরবাড়ি ধ্বংস করছে সেনারা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। নিহতদের বেশিরভাগই শিশু ও তরুণ। এছাড়া আরও অন্তত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য পূর্ব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইহুদি রাষ্ট্রটি। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরাইল তা মানতে চায় না।