গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তৈরি তথ্যচিত্র নিয়ে বিতর্কের মাঝেই বিবিসির দিল্লি এবং মুম্বাই অফিসে বুধবার দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাচ্ছে ভারতের আয়কর কর্মকর্তারা। এ নিয়ে বিবিসি বিতর্কে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ক্ষমতায় থাকলে যা খুশি করা যায়। এদের হাত থেকে কেবল বিচার বিভাগ আমাদের বাঁচাতে পারে।
বুধবার বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি বলেন, বিরোধিতা করলেই সংবাদমাধ্যমের গলা টিপে হত্যা করা হচ্ছে। বিবিসির দপ্তরে আয়করের তল্লাশি তারই একটি প্রমাণ বলে দাবি করেন তিনি।
মমতার দাবি, মোদির বিরুদ্ধে সত্য প্রকাশের অপরাধে কেন্দ্রের নিশানায় পড়েছে বিবিসি। তিনি বলেন, কেন সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। তারা সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করছে। মনে হচ্ছে, দেশে কোন মিডিয়া থাকবে না।
তিনি আরও বলেন, আমার সমর্থন রয়েছে বিবিসির প্রতি। বিবিসি সত্যি এবং আপডেট তথ্য দেয়। বিবিসি সরকারের বিরুদ্ধে সত্য দেখিয়েছে তাই তাদের প্রতিহিংসাবশত এমন কাজ করা হচ্ছে। যা ইচ্ছে তাই করা হচ্ছে।