ইউক্রেনে মধ্যমপাল্লার রকেট পাঠাচ্ছে পশ্চিমারা

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে আছে ফ্রান্স ও ইতালিও। এরমধ্যে হিমার্স রকেট এবং গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্বস থাকবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পেন্টাগন ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ সরবরাহ করবে। এই প্যাকেজের মধ্যে রকেট প্রপেল চালিত বোমা থাকবে।

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, ইউক্রেনের সেনারা বর্তমানে এ ধরনের রকেট চালিত বোমা ব্যবহার করছে, তবে তার চেয়ে নতুন চালানের বোমার পাল্লা হবে দ্বিগুণ।

তিনি জানান, নতুন চালানের বোমা পেলে ইউক্রেনের সেনারা দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে। এ ধরনের বোমা দেড়শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে ২৯০০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে।

এদিকে, শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ফ্রান্স এবং ইতালি ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে একমত হয়েছে।

মধ্যমপাল্লার এ ক্ষেপণাস্ত্র ছুটে আসা ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধবিমান বা ড্রোন ধ্বংস করতে সক্ষম। রাশিয়া বারবার হুঁশিয়ারি দেয়ার পরও পশ্চিমারা এসব অস্ত্র দেয়ার কথা ঘোষণা করলো।