তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লির জনজীবন। এই অবস্থায় শীতের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিলম্বিত হয়েছে শতাধিক ফ্লাইট ও ট্রেন।
সোমবার (৯ জানুয়ারি) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ ডিগ্রী সেলসিয়াস। আগেরদিন এ তাপমাত্রা ছিল এক দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ব্যাহত হওয়ায় আরও দুইদিন আকাশ, রেল ও সড়ক যোগাযোগ প্রভাবিত হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এরিমধ্যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয়েছে।
এছাড়াও দেশটির উত্তরাঞ্চলে ২৯তি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে, দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।
দিল্লি ছাড়াও উত্তরের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও বিহারেও তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তাপমাত্রা নেমেছে মাইনাস ছয় ডিগ্রী সেলসিয়াসে।
ভারতের সমতল অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া বিভাগ। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা।