একসাথে আধুনিক যুদ্ধবিমান নির্মাণ করছে জাপান-ব্রিটেন-ইতালি

পরবর্তী প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান নির্মাণ করতে এবার একাট্টা হচ্ছে জাপান, ব্রিটেন ও ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিরক্ষা প্রজেক্টে কাজ করতে যাচ্ছে তারা।

শুক্রবার (৯ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এই তিন দেশ জানিয়েছে, এই চুক্তির আওতায় ব্রিটেনের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম প্রজেক্ট ও জাপানের গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামকে (জিসিএপি) একীভূত করা হবে। ২০৩৫ সাল নাগাদ এই যুদ্ধবিমানগুলো কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেনের বিএই সিস্টেমস,জাপানের মিৎসুবিশি ইন্ডাস্ট্রিস এবং ইতালির লিওনার্দো এই যুদ্ধবিমান ডিজাইন করবে। এসব যুদ্ধবিমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের আধুনিক ডিজিটাল সক্ষমতা থাকবে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও চীনের ক্রমবর্ধমান সামরিক কার্যক্রমের প্রেক্ষিতে এই চুক্তি জাপানকে তাদের শক্তিশালী প্রতিবেশি দেশের সামরিক পরাক্রমকে মোকাবেলা করতে সহায়তা করবে। সেইসাথে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে ব্রিটেনকে আরও বড় নিরাপত্তা ভূমিকা রাখতেও সাহায্য করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিয়মভিত্তিক, মুক্ত ও অবাধ আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এসব নীতি যখন হুমকির মুখে তখন এগুলো বজায় রাখা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’।

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অবনতির দোহাই দিয়ে আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ব্যয় প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা করছে জাপান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও বলেছেন, তার দেশকে প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকতম পর্যায়ে থাকতে হবে এবং এই চুক্তি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

 

image_pdfimage_print