যুদ্ধের ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জাতিসংঘের

ইউক্রেন আক্রমণের মধ্যদিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এ বিষয়ে দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবে যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির জন্য ক্ষতিপূরণ প্রদানের দাবি করা হয়েছে। তবে আগের তুলনায় নতুন প্রস্তাবটি আরও কম সমর্থন পেয়েছে।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার গৃহীত প্রস্তাবটি সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ৯৪ জন সমর্থন করেছে।

এতে বলা হয়েছে, রাশিয়া ফেব্রুয়ারিতে তার প্রতিবেশীকে আক্রমণ করেছিল। আন্তর্জাতিকভাবে সমস্ত অন্যায় কাজের আইনি পরিণতি বহন করতে হবে দেশটিকে।

এদিকে রাশিয়া, চীন ও ইরানসহ ১৪টি দেশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ ৭৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। সব সদস্য রাষ্ট্র এদিন ভোট দেয়নি।

এটি ছিল ২৪ ফেব্রুয়ারির আক্রমণের পর থেকে সাধারণ পরিষদে গৃহীত ইউক্রেন-সম্পর্কিত পঞ্চম প্রস্তাব। তবে আগের তুলনায় নতুন প্রস্তাবটি আরও কম সমর্থন পেয়েছে।

প্রস্তাবে রাশিয়ার দ্বারা ইউক্রেনে সৃষ্ট ক্ষয়ক্ষতি বা আঘাত সংক্রান্ত দাবি এবং তথ্য নথিভুক্ত করার জন্য “একটি আন্তর্জাতিক রেজিস্টার” তৈরি করার সুপারিশ করা হয়েছে।

তবে বরাবরের মতো এবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না রাশিয়া।

এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সোমবার প্রথমবারের মতো শহরটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, আট মাস রাশিয়ার দখলে থাকা শহরটিতে তদন্তকারীরা ইতিমধ্যেই চারশ’ টিরও বেশি যুদ্ধাপরাধের অভিযোগ নথিভুক্ত করেছে

image_pdfimage_print