জি-২০ সম্মেলনে পুতিন অংশ নিলে যোগ দেবে না ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিলে কিয়েভ তাতে যোগ দেবে না।

জেলেনস্কি বলেন, আগামী ১৫-১৬ নভেম্বরের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ইউক্রেনকে আমন্ত্রণ জানিয়েছে। খবর এএফপি’র।

তিনি আরো বলেন, ‘রাশিয়া ফেডারেশনের নেতা জি-২০ সম্মেলনে অংশ নিলে, ইউক্রেন অংশগ্রহণ করবে না।’

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, তার সাথে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর ফোনে কথা হয়েছে। যেখানে জি-২০ সম্মেলন এবং কৃষ্ণ সাগরের শস্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। ধারণা করা হচ্ছে গত ৯ মাসে কয়েক হাজার লোক এতে মৃত্যু বরণ করেছে।

image_pdfimage_print