টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড রোহিত শর্মার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ছিল ভারতীয় অধিনায়কের এই ফরম্যাটের বিশ্বকাপে খেলা ৩৬-তম ম্যাচ। পার্থের ম্যাচটি খেলেই এই কীর্তি গড়লেন রোহিত।

২০ ওভারের এই টুর্নামেন্টের সবগুলো আসরেই খেলেছেন রোহিত। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরটির তিন ম্যাচ দিয়ে রোহিত পেছনে ফেলেছেন ৩৫ ম্যাচ খেলা শ্রীলঙ্কান সাবেক তারকা অলরাউন্ডার তিলকারত্নে দিলশানকে।

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে রোহিতের কাছাকাছি আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রোহিতের মতো সব ক’টি বিশ্বকাপে খেলা সাকিব এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন। এবারের বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৩২ ম্যাচ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের।