কক্সবাজারে ধরা পড়া ডিভাইস বসানো সেই পাখিটি মারা গেছে

কক্সবাজারের মহেশখালীতে ধরা পড়া ‘কালো লেজ জৌরালি’ বা ‘Black-tailed Godwit’ পাখিটি মারা গেছে।

গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) কক্সবাজারের মহেশখালী স্থানীয় যুবক নোমান পাখিটি ধরে ফেলেন। পরে এর পিঠের ডিভাইস নিয়ে দেখা দেয় কৌতুহল।

খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মূলত গবেষণার জন্য পাখিটির গায়ে ডিভাইস বসিয়েছিলেন।

মঙ্গলবার পাখিটির মৃত্যুর খবর নিশ্চিত করেন ধলঘাটা ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল আলম মিয়া। তিনি জানান, সোমবার রাতেই পাখিটির মৃত্যু হয়েছে।