রাশিয়াকে পরমাণু হামলার বিষয়ে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সামরিক অভিযানে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করলে বিপর্যয়কর পরিণতি হবে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান।

রোববার এ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে বলেন, মস্কোর পরমাণু হুমকি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনীয়দের তাদের স্বদেশ রক্ষায় সহায়তা করা থেকে বিরত রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

সালিভান আরও বলেন, মার্কিন কর্মকর্তারা এই ধরনের হামলার পরিণতি সম্পর্কে খুব উচ্চ পর্যায়ে রুশদের কাছে সরাসরি ও ব্যক্তিগতভাবে অবহিত করেছেন।

তিনি জানান, মার্কিন সরকার স্পষ্ট এবং জোরালোভাবে উল্লেখ করেছে যে এরকম পরিস্থিতিতে তারা তাদের মিত্র এবং অংশীদারদের সাথে নিয়ে সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবে।

যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানো কিনা, তা জানতে চাইলে সালিভান স্পষ্ট কোনো উত্তর দেননি।

তবে মার্কিন সরকার যে কোনো আকস্মিক ঘটনায় সাড়া দেয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করার পাশাপাশি একটি সম্ভাব্য পরমাণু হামলারও ইঙ্গিত দিয়েছেন। পাশপাশি নতুন করে সেনাসমাবেশের ডান দেন পুতিন।

এ সেনাসমাবেশে সামরিক বাহিনীতে আকস্মিক বিপদের জন্য মজুত সেনাদের আংশিকভাবে ডেকে পাঠানোর নির্দেশ দেন পুতিন।

পুতিনের এ সিদ্ধানের বিরুদ্ধে রাশিয়ার বেসামরিক নাগরিকদের বিক্ষোভের কথা উল্লেখ করে, সালিভান বলেন, বিশ্ব এই মুহূর্তে রাজপথে যা অবলোকন করছে, তা হল পুতিনের কর্মকাণ্ডের প্রতি মানুষের গভীর অসন্তুষ্টি।

image_pdfimage_print