ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

একদিন পরই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তবে তার আগেই দুঃসংবাদ পেতে হলো বাবর বাহিনীকে। অনুশীলনের সময় চোট পেয়েছেন দলটির পেসার ওয়াসিম জুনিয়র।

একের পর এক ইনজুরিতে এমনিতেই জর্জরিত পাকিস্তান। হাঁটুর ইনজুরির কারণে তাদের সঙ্গে নেই দলের বোলিং কাণ্ডারি শাহিন শাহ আফ্রিদি। তার অনুপস্থিতিতে দলের হাল ধরার কথা ছিল হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, শাহনেওয়াজ ধানি ও নাসিম শাহ।

এদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার ক্ষেত্রে অভিজ্ঞতায় এগিয়ে আছে রউফ, ওয়াসিম ও হাসনাইন। গত বছরের পর হাসনাইন পাকিস্তানের হয়ে কোনো টি-টোয়েন্টিতে না নামলেও, দলের হয়ে নিয়মিতই ছিলেন রউফ ও ওয়াসিম। ফলে ওয়াসিম যে মূল একাদশের অন্তর্ভুক্ত থাকতেন সেটা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু পিঠের ইনজুরিতে পড়ায় বাবরকে এখন একাদশ পরিকল্পনা করতে হবে এ তরুণ তুর্কিকে ছাড়াই।

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। তবে তার ইনজুরির মাত্রা এখনো জানা যায়নি। এমআরআই পরীক্ষা শেষেই জানা যাবে, এশিয়া কাপে তিনি আদৌ খেলতে পারবেন কি না? নাকি তাকে ছিটকে যেতে হবে আসর থেকে।

তবে সূত্রের দাবি, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এখন বড় কোনো ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। তাই তাকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি। পাকিস্তানের হয়ে ওয়াসিম এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৫.৮৮ গড়ে তার শিকার মোট ১৭ উইকেট। ইকোনমি রেট ৮.১০।

এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনেওয়াজ ধানি, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন।