শেখ হাসিনাকে রক্ষায় অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন: বাহাউদ্দিন নাছিম

শেখ হাসিনাকে রক্ষায় অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অনেক নেতাকর্মী পাশে দাঁড়িয়েছেন। এজন্য শেখ হাসিনা জাতির পিতার আদর্শ বাস্তবায়নে এতদূর পর্যন্ত যেতে পেরেছেন।

নাছিম বলেন, ‘আগামী দিনে আমাদের সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যেতে হবে। সবসময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে আমাদের থাকতে হবে। যারা জাতির পিতার হত্যাকারীদের পাশে দাঁড়াবে, খুনিদের মতো কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং সামনেও চলবে। তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

রোববার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় তিনি এসব কথা বলেন।

এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ধৈর্য ও সহনশীলতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে প্রয়োজনে আমরা নিজেদের বুক পেতে দেব, তারপরও আমরা খুনিদের সামনে আসতে দেব না। তাদের সামনে মাথা নত করব না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির পিতাকে যারা হত্যা করেছে, খুনি জিয়াউর রহমান তাদের রক্ষা করেছেন। তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন। আইন জারি করে খুনিদের রক্ষা করে গোটা জাতিকে অসম্মান করেছে বিএনপি-জামায়াত। তারা অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর লক্ষ্য নিয়ে আমাদের নেতাকে হত্যা করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে সবসময়।’

image_pdfimage_print